Translate

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

রমাদানের জন্য কয়েকটা দারুন কৌশল ••►


১) এমন একটি গুনাহ/ খারাপ অভ্যাস (যা আপনি সচরাচর করেন) কে বেছে নিন, সম্পূর্ণ ত্যাগ করার জন্য।

২) আজ থেকে রমাদানের শেষ ১০ রাতের আগ পর্যন্ত ৫/ ১০ টাকা করে জমান।

৩) জমানো অর্থকে ১০ রাতের জন্য ভাগ করেন এবং আপনার ইচ্ছামত অভাবী মানুষের মাঝে বিলিয়ে দিন।

৪) রামাদান আসার আগেই ঈদের মার্কেটিং শেষ করে ফেলুন।

৫) অন্তত একটি নুতন আমল, যা আগে করতেন তা তা চালু করেন নিজের মধ্যে। হতে পারে, দিনে ১০ মিনিট ইসলামী জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করা।

৫) নুতন ৫ টি সুরা টার্গেট নেন শিখার।

এতে লাভ ••►

১) প্রায় ২১ দিন যথেষ্ট একটি খারাপ অভ্যাসকে ত্যাগ করার জন্য। আর সেই খারাপকে প্রতিস্থাপন করুন দানের অভ্যাস গড়ার মাধ্যমে।

২) একটি গুণাহ থেকে আপনি নিস্তার পেলেন। কেননা ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়।

৩) আর অবশ্যই, আপনি পেলেন সেই হাজার রাতের থেকেও শ্রেষ্ঠ রাত “লাইলাতুল ক্বাদর”, এবং তা দান করে মানুষকে সাহায্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে লাগান।

৪) আর মার্কেটিং শেষ হওয়ার কারণে আপনাকে শেষ দশদিন আর মার্কেটে মার্কেটে ঘুরা লাগবেনা বরং এই মহা মুল্যবান সময় আপনি ইবাদত বান্দেগীর কাজে লাগাতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন