Translate

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

৭০ হাজার মুমিন বিনা হিসাবে জান্নাতে যাবে .....

ইবনু আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, "..এক সময় আমার সামনে অতীতের সকল নবী ও উম্মতকে পেশ করা হল । অতঃপর আমি একজন নবী এবং তার সাথে একদল লোককে দেখলাম । তারপর আরেক জন নবীকে দেখলাম তার সাথে ১জন বা ২জন লোক রয়েছে । তারপর আর একজন নবীকে দেখলাম তার সাথে একজনও নেই ।

ইতিমধ্যে আমার সামনে একটি বড় দলকে পেশ করা হল । আমি মনে করলাম তারা যদি আমার উম্মত হত ! আমাকে বলা হল, তিনি মূসা (আঃ) এবং এগুলো তার উম্মত । তারপর আমাকে বলা হল আপনি লক্ষ্য করুন, একটি খুব বড় দল দেখলাম, আমাকে বলা হল এই হচ্ছে আপনার উম্মত । তাদের সাথে সত্তর (৭০) হাযার লোক রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের কোন শাস্তি হবে না ।

তারা এমন লোক যারা কোনদিন ঝাড়-ফুক গ্রহন করেনি, শরীরে উলকী লাগায়নি, কোন ব্যাপারে অশুভ ফল (অর্থাত্‍ তাবীয, পাথর, মাধুলী, সুতা, পানিপড়া ইত্যাদি) গ্রহন করেনি । বরং তারা তাদের প্রতিপালকের প্রতি পূর্ণ ভরসা রাখত... ।

- ( সহীহ বুখারী ২/৮৫০, মিশকাত হা/৫২৯৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন